
মাক্স পড়ুন, করোনা থেকে বাচুন” – CVID-19 Awareness Program for Rohingya Refugees.
বেসরকারি উন্নয়ন সংস্হা ‘পার্ক’ Rehabilitation Centre for Prostitutes and Rootless Children (PARC) ও দেশান্তরি রোহিঙ্গাদের কিসসা/Rohingya Refugees Obscure এর আয়োজনে উখিয়া, বালুখালি, রোহিঙ্গা ক্যাম্প ৮ই, ব্লক ৬৭ তে জন সচেতনতা মূলক “এওয়ারনেস রাইজিং সেশন” অনুষ্ঠিত হয়। এতে ক্যাম্প ৮ই,র ১৫ টি ব্লকের স্বেচ্ছাসেবী/ স্বেচ্ছাসেবক গন উপস্থিত ছিলেন। সকলের স্বঃতপূর্ত উপস্থিতি ও আলোচনায় কোভিড-১৯, করোনা মোকাবেলা ও সঠিকভাবে মাক্স পরা, সঠিক নিয়মে হাত ধোঁয়া, বাড়ি ঘর চারপাশে পরিস্কার পরিছন্ন রাখা, পরিবারের সদস্যদের নিয়মিত হাত ধোঁয়ার অভ্যাস গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

উপস্থিত রোহিঙ্গারা বলেন তাঁরা আগের চেয়ে অনেক বেশি পরিস্কারভাবে থাকার চেষ্টা করেন এবং প্রতিবেশিদেরকে ও সে সম্পর্কে তারা বলেন।
উক্ত এওয়ারনেস রাইজিং সেশনে উপস্থিত ছিলেন দেশান্তরি রোহিঙ্গাদের কিসসা/Rohingya Refugees Obscure রিসার্চার সৌরভ বড়ুয়া এবং পার্ক এর প্রোগ্রাম ম্যানেজার সুপম বড়ুয়া ।
Be the first to comment