
মুজিব বর্ষে বড় উৎসব –
ইতিহাস গড়লেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লিয়াকত হোসেন খোকন
মুজিব বর্ষে বড় উৎসব –
ইতিহাস গড়লেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন,
মুজিব বর্ষে আমাদের লক্ষ্য একজন মানুষও ঠিকানা বিহীন থাকবে না, গৃহহারা থাকবে না।
তাই বলি, এ যেন ভূমিহীন ও ঘরহারাদের আনন্দের বন্যা – শুধু তাই না, যারা দেশকে ভালোবাসেন , ভালোবাসেন মানুষকে – মানবতাকে তারাও এজন্য আজ আনন্দিত।
মুজিব বর্ষে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ, কলেজে কিম্বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যত আছে তাদেরকে অনলাইনে পড়াশোনা করার জন্য একটি করে ট্যাব বা মোবাইল উপহার দিলে শিক্ষার্থীরা
ভীষণ ভাবে উপকৃত হবে।
উল্লেখ, করোনা পরিস্থিতিতে কলেজ ও বিশ্ববিদ্যালয় বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিতে অনলাইনে ক্লাস চালু হয়। অনেক পরিবারেরই মোবাইল বা ট্যাব কেনার মতো সামর্থ্য নেই বা ছিল না। ফলে সেই সব শিক্ষার্থীরা পড়াশোনায় পিছিয়ে আছে।
আর এ জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের একটি করে মোবাইল বা ট্যাব দিলে মুজিব বর্ষের আনন্দ আরও আরও সফল হয়ে উঠবে। আর সেই সাথে অবসরপ্রাপ্তদের একটি করে বিশেষ ভাতা প্রদান করা ; সত্তুরের উর্ধ্বে বৃদ্ধদেরকে একটি বয়স্ক বিশেষ ভাতা প্রদান করা হবে বলে আমরা আশা রাখি।
সফল হোক মুজিব বর্ষ – জয় বাংলা।
মুজিব বর্ষে বাঙালির ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে যাক – জয় হোক শেখ হাসিনার। কারণ তিনিই এই বাংলাদেশের মানুষের প্রিয়নেত্রী – তিনি দেশনেত্রী – তিনি গনতন্ত্রের মানসকন্যা – তিনি বাঙালিকে দেখিয়ে যাচ্ছেন আলোর পথ, উন্নয়নের পথ, কর্মসংস্থানের পথ, সমৃদ্ধির পথ, সাম্যের পথ।
তাই গাই শেখ হাসিনার জয়গান।
Good job honorable Prime Minister.