কানাডায় বিনা খরচে পড়তে আবেদন;
স্নাতকোত্তর ও ডক্টরাল পর্যায়ে কানাডায় স্কলারশিপ পেতে বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণের ঘোষণা দিয়েছে দ্য ন্যাচারাল সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ কাউন্সিল অব কানাডা। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য কানাডা গ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রাম নামে এই বৃত্তি দেওয়া হবে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
কানাডা গ্র্যাজুয়েট স্কলারশিপ-মাস্টার্স (সিজিএস-এম) প্রোগ্রামের উদ্দেশ্য শিক্ষার্থী গবেষণার দক্ষতা বাড়ানো ও প্রশিক্ষণ প্রদান। স্নাতকোত্তর ও ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থীদের এই প্রোগ্রামের আওতায় আর্থিক সুবিধাও দেবে। এটি একটি ফুল ফ্রি বৃত্তি। দ্য কানাডিয়ান ইনস্টিটিউটস অব রিসার্চ (সিআইএইচআর), দ্য ন্যাচারাল সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ কাউন্সিল (এনএসইআরসি) ও দ্য সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড হিউম্যানিটিস রিসার্চ কাউন্সিল (এসএসএইচআরসি) যৌথভাবে এই বৃত্তি দিয়ে থাকে। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে তিন হাজারের বেশি শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হয়।

Tuition Free Universities in Canada; Apply for 2023-2024 Admission
Studying a professional course in any tuition free universities in Canada has been seen as something most people has seen as inexpensive compared to other countries in the world. Making the right choice in universities […]
যোগ্যতা
- সিজিএস-এম অ্যালোটমেন্টভুক্ত কানাডার কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর বা ডক্টরাল লেভেলে ভর্তির জন্য আবেদন করতে হবে।
- ৩১ ডিসেম্বরের মধ্যে আগের পড়াশোনা শেষ করতে হবে।
- এই প্রোগ্রামের আওতায় এক বছর কানাডায় থাকতে হবে।
- সিআইএইচআর, এনএসইআরসি বা এসএসএইচআরসি থেকে আগে কোনো বৃত্তি পেলে আবেদন করার প্রয়োজন নেই।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এনএসইআরসির ওয়েবসাইটে গিয়ে রিসার্চ পোর্টালের এই লিংক আবেদন করতে হবে। বৃত্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

Vanier Canada Graduate Scholarships; For Canadians and international students
International Scholarships Are you an international student looking for scholarships to study in Canada, or a Canadian scholar looking to fund your studies or research abroad? Look no further! Global Affairs Canada is responsible for […]