“ বিশ্বময় সমুজ্জ্বল হোক বাঙালীর ঐতিহ্য, সংস্কৃতি ” সপ্তর্ষি.কম মুক্ত চিন্তার জানালা। এই অনলাইন প্লাটফরমটি বাংলার সীমানা এই বাংলাদেশ ছাড়িয়ে গোটা বিশ্বে এখন বিস্তারিত। বিশ্বের যেখানে বাঙালীর বসবাস সেখানে তাদের জীবনপ্রবাহ, তাদের ভালো লাগা, ভালোবাসা, বেদনা আর উৎসবের কাহিনিকে ধরে রাখতে চায়। অনলাইনে অনেক পত্রিকা আর ম্যাগাজিনের ভীড়ে সপ্তর্ষি.কম নিজস্ব একটি জায়গা তৈরী করতে আগ্রহী। বাংলাদেশের ঋদ্ধ ইতিহাস আর ঐতিহ্যের হাত ধরে সপ্তর্ষি.কম তুলে ধরতে চায় আমাদের চারপাশের ছড়িয়ে থাকা অজানা গল্পকে। আমরা বিশ্বময় ছড়িয়ে দিতে চাই হাজার বছরের ঐতিহ্যে লালিত বাঙালী শিল্প, সাহিত্য, ভাষা, কৃষ্টি ও সংস্কৃতিকে। বিশেষত, পরিচয় করিয়ে দিতে চাই অভিবাসী বাঙালীদের জীবন-জীবিকা, প্রেম-ভালবাসা, সঙ্কট, উদ্যোগ, আবেগ-অনুভূতি, হাসি-কান্না, দু:খ-বেদনা, সাফল্য ইত্যাদি নানা বিষয়। তুলে ধরতে চাই বাংলা তথা মূল ধারার সংস্কৃতিতে। তথাপি বিশ্বের অন্য ভাষা-ভাষীদের কাছে জানিয়ে দিতে চাই আমরা শেকড়হীন নই। আমাদেরও রয়েছে গর্ব করার মত ঐতিহ্য ও সংস্কৃতি। সুধীমন্ডলী আমরা আবারও উচ্চারণ করতে চাই— “বিরাজিত থাক বাংলা সংস্কৃতি, বিশ্বময় সমুজ্জ্বল হোক বাঙালীর ঐতিহ্য” ।
সুতরাং সপ্তর্ষি.কম অঙ্গীকার করছে আপনার কাছে থাকার। আপনিও পাশে থাকবেন নিশ্চয়ই। আর এ জন্য আপনার পরামর্শ অংশগ্রহণ, মতামত ও সহযোগিতা আমাদের অনুপ্রেরণা এবং আগামীর পথ চলার পাথেয়।
গ্লোবাল স্কলারশিপ :
সকল শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক স্কলারশিপের তথ্য ভান্ডার ।
আমাদের লক্ষ্য সকল শিক্ষার্থীদের কাছে বিভিন্ন স্কলারশিপের তথ্য পৌঁছে দেয়া।
দেশ থেকে বাইরে স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়াদের সংখ্যা এখনো অনেক কম। এর মূল কারণ হলো স্কলারশিপের সঠিক তথ্যের অভাব। তথ্যকে আরো সহজলভ্য করার লক্ষ্যে আমরা শুধু সেসব স্কলারশিপগুলোর আপডেট দিবো যেগুলোতে সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
আমাদের অনেকেই পরিবারের টাকায় বিদেশে পড়তে যান। কেউ কেউ পার্টটাইম জব করে ভার্সিটির খরচ চালান। বিশেষ করে যারা আন্ডারগ্র্যাডে পড়তে যান তারা তো স্কলারশিপ নিয়ে যাওয়ার কথা কল্পনাই করেন না। এর কারণ এ সম্পর্কে আমাদের জানা শোনা কম। মাস্টার্স-পিএইচডি লেভেলের ফান্ড নিয়ে এখন তাও কথা হয়। কিন্তু আন্ডারগ্র্যাড লেভেলে যাওয়ার স্কোপ নিয়ে এখনো অনেকেই অজ্ঞাত। যার দরুন যারাই আন্ডারগ্র্যাডে বাইরে যাওয়ার চিন্তা করে তারা কিছুটা নিজের পরিবার থেকে টাকা নিয়ে কিছুটা পার্টটাইম কাজ করে জোগাড় করে।
আমাদের শিক্ষার্থীদের জন্য যে আন্ডারগ্র্যাড লেভেলেই অনেক স্কলারশিপ আছে সেটা অনেকেই জানে না। শিক্ষার্থীদের জন্য পৃথিবীর অনেক দেশে আন্ডারগ্র্যাড লেভেলেই স্কলারশিপের ব্যবস্থা আছে। আসা যাওয়ার বিমান ভাড়া, থাকা, টিউশন ফি ফ্রি। খাবার নিজের, তবে মাসিক যা দেয় তা দিয়ে খাবার খরচ হয়ে যায়।
আমাদের এশিয়ার অনেক দেশেও আন্ডারগ্র্যাড লেভেলের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ আছে।
এরকম অনেক সুযোগ রয়েছে যেগুলো আমরা না জানার কারণে কাজে লাগাতে পারছি না। সেই ভাবনা থেকেই একটা ছোট উদ্যোগ নেয়া যেখানে এশিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া ও রাশিয়ার ফেলোশিপ, ইন্টার্নশীপ, ইন্টারন্যাশনাল ভলান্টারিং ও স্কলারশিপের রেগুলার আপডেট জানানো হবে। শুধুমাত্র যে স্কলারশিপ গুলোয় আমাদের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে সেগুলোই বিস্তারিত জানানো হবে এই তথ্য ভান্ডার ওয়েবসাইটটাতে। অনলাইনে আবেদনের সুযোগ থাকলে সেই লিংকও এটাচ করে দেয়া হবে যাতে করে সহজেই আবেদন করা যায়। আমাদের লক্ষ্য আমাদের শিক্ষার্থীদের কাছে বিভিন্ন আন্তর্জাতিক স্কলারশিপের তথ্য পৌঁছে দেয়া যাতে করে উচ্চশিক্ষার প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে আমাদের শিক্ষার্থীরা বিশ্বে আরো বেশি ছড়িয়ে যেতে পারে। উদ্দেশ্যটা বড় তবে উদ্যোগটা খুবই ছোট পরিসরে। আপনাদের সবার উৎসাহ আর অনুপ্রেরনা পেলে হয়ত আমাদের এই উদ্যোগের মাধ্যমে অনেক শিক্ষার্থীর স্বপ্ন পূরণ হবে।
আর এজন্য এই উদ্যোগের নাম গ্লোবাল স্কলারশিপ । নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুণ: https://www.facebook.com/Global-Scholarship-673761876396986/
বিস্তারিত জানতে লগ ইন করুণ: http://global-scholarship.shoptorsi.com/